হিসাববিজ্ঞান পরিচিতি

হিসাববিজ্ঞান কী
 প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানার প্রয়োজন হয়,আর এই আর্থিক ফলাফল এবং আর্থিক
কার্যাবলীর প্রভাব জানার কৌশল বা
প্রক্রিয়াই হল হিসাববিজ্ঞান।
 তাহলে আমরা হিসাববিজ্ঞানকে আরও সহজভাবে
বলতে পারি-
হিসাববিজ্ঞান হল এমন একটি প্রক্রিয়া
বা কৌশল যার মাধ্যমে কোন প্রতিষ্ঠান তার আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে এবং নির্দিষ্ট সময় শেষে
আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে
পারে।

হিসাববিজ্ঞান কেন প্রয়োজন?

• আর্থিক তথ্য
• আর্থিক ফলাফল নিরূপণ
• ব্যয় নিমন্ত্রণ
• জালিয়াতি রোধ

হিসাববিজ্ঞানের উৎপত্তি:

সর্বপ্রথম ইতালিতে ব্যবসা বানিজ্য চালু হয় তারপর অন্যান্য দেশে বিকাশ ঘটে। ব্যবসা কে সুন্দর ভাবে বুঝানোর জন্য ইতালি নাগরিক লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে একটা বই প্রকাশ করেন। লুকা প্যাসিওলি একজন গনিত শাস্ত্রবিদ ছিলেন এবং তিনি একজন পাদরি (খৃষ্টানের ধর্মগুরু) ছিলেন।
 হিসাববিজ্ঞানের আধুনিক রূপ দিয়েছেন
লুকা প্যাসিওলি (Luca Pacioli) তাই লুকা প্যাসিওলিকেই আধুনিক হিসাববিজ্ঞানের
জনক বলা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন