জাবেদা (Journal)
ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার সময় অবশ্যই
রাখতে হবে ---
ডেবিট ও ক্রডিট নির্নয়ের পদ্ধতি ২ প্রকার যথাঃ
(১) সনাতন পদ্ধতি
(২) আধুনিক পদ্ধতি
সনাতন পদ্ধতিতে ৩(তিন) ভাবে ডেবিট ও ক্রেডিট নির্নয় করা হয়।
(ক) ব্যক্তিবাচক হিসাবে
ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সুবিধা গ্রহন করে কিংবা টাকা গ্রহন করে তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে - - -ডেবিট।
ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সুবিধা প্রদান করে কিংবা টাকা প্রদান করে তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে - - -ক্রডিট।
উদাহরনঃ
(১) ব্যাংক হিসাব খোলা হলো ৫০০০ টাকা
(২) ব্যাংক হতে উত্তোলন ৩০০০ টাকা
প্রথম জাবেদাঃ
ব্যাংক হিসাব - - - - - ডেবিট
নগদান হিসাব - - - ক্রডিট
#এখানে ব্যাংক সুবিধা গ্রহন কিংবা টাকা পাইছে তাই "ব্যাংক হিসাব ডেবিট" কারন যেকোন ব্যাংকে হিসাব খুলতে হলে টাকা প্রদান করতে হয়, অন্যদিকে আমাদের প্রতিষ্ঠান সুবিধা প্রদান করেছে এবং সেই সুবিধা নগদে প্রদান করায় "নগদান হিসাব ক্রেডিট"।
বিঃ দ্রঃ আমরা যে প্রতিষ্ঠানের অংক করি-না কেন অংক করার সময় প্রতিষ্ঠানটি নিজের ভাবতে হবে নইলে "চুলকি ঘা" হবে মানে অংক সঠিক হবে না।
দ্বিতীয় জাবেদাঃ
নগদান হিসাব - - - - - ডেবিট
ব্যাংক হিসাব - - - - ক্রেডিট
# প্রয়োজনে ব্যাংকে টাকা জমা যেমন রাখতে পারি ঠিক তেমনি প্রয়োজনে টাকা উত্তোলন করতেও পারি।
# টাকা উত্তোলনের সময় আমাদের প্রতিষ্ঠান সুবিধা নগদে গ্রহন করায় নগদান হিসাব ডেবিট অন্যদিকে ব্যাংক প্রতিষ্ঠান সুবিধা প্রদান করায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি।
(খ) সম্পত্তিবাচক হিসাব
সম্পত্তি বৃদ্ধি পেলে - - - ডেবিট
সম্পত্তি হ্রাস পেলে - - - ক্রেডিট
উদাহরনঃ
(১) যন্ত্রপাতি ক্রয় করা হলো ১০,০০০ টাকা
যন্ত্রপাতি হিসাব - - - - - ডেবিট
নগদান হিসাব - - - ক্রডিট
# যন্ত্রপাতি হচ্ছে সম্পদ।আমাদের প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় করায় প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট অন্যদিকে সম্পদ ক্রয় করতে নগদ টাকা/ নগদ সম্পদ হ্রাস পেয়েছে তাই নগদান হিসাব ক্রডিট করা হয়েছে।
(৩) নামিক হিসাব
ব্যয়/ক্ষতি হিসাব - - - ডেবিট
আয় হিসাব - - - - - ক্রডিট
আয় বা ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোকে নামিক হিসাব বলে।কোন লেনদেনে ব্যয়/ক্ষতি বুঝালে সেই ব্যয়/ ক্ষতি হিসাবে ডেবিট, অন্যদিকে আয় হলে ক্রেডিট করতে হবে।
উদাহরনঃ
(ক) ভাড়া প্রদান করা হলো ৭০০ টাকা
(খ) বিক্রয় করা হলো ৮০০০ টাকা
প্রথম জাবেদাঃ
ভাড়া হিসাব - - - - - ডেবিট
নগদান হিসাব - - ক্রডিট
# আমাদের প্রতিষ্ঠান ভাড়া প্রদান করায় এটি একটি ব্যয় তাই ভাড়া হিসাব ডেবিট, অন্যদিকে ভাড়া নগদে প্রদান করায় নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে।
দ্বিতীয় জাবেদাঃ
নগদান হিসাব - - - - - ডেবিট
বিক্রয় হিসাব - - - - ক্রেডিট
# এখানে প্রতিষ্ঠান নগদে বিক্রয় করায় নগদান হিসাব ডেবিট, অন্যদিকে বিক্রয় এক প্রকার আয় তাই আয় হিসাবে বিক্রয় ক্রেডিট করা হয়েছে।
(আংশিক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন