প্রয়োজনীয় জাবেদা


                   প্রয়োজনীয় জাবেদা

মালিক যখন নগদ টাকা মুলধন হিসাবে
আনয়ন করে ব্যবসায় শুরু করে 

নগদান হিসাব ---------Dr.
মুলধন হিসাব ----------Cr

আসবাবপত্র ক্রয় করে  
আসবাবপত্র   . . . Dr.
    নগদান হিসাব . . . .Cr.
বেতন প্রদান করা হলে
বেতন হিসাব    Dr.
নগদান হিসাব          Cr.
অগ্রিম ভাড়া প্রদান করা হলে
অগ্রিম ভাড়া হিসাব   Dr.
নগদান হিসাব          Cr.
 বেতন বকেয় থাকলে
বেতন খরচ হিসাব Dr.
প্রদেয় বেতন হিসাব Cr.
বিবিধ দেনাদারের নিকট হতে নগদ
টাকা গ্রহন করা হলে।
নগদান হিসাব Dr
বিবিধ দেনাদার হিসাব Cr.

পাওনাদারকে / প্রদেয় হিসাব / পরিশোধ
বিবিধ পাওনাদার হিসাব Dr.
নগদান হিসাব Cr.
মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে
উত্তোলন হিসাব Dr.
নগদান হিসাব  Cr.

পণ্য ক্রয় করা হলো / পণ্য নগদে ক্রয় করা
হলো
ক্রয় হিসাব     ডেবিট
নগদান হিসাব    ক্রেডিট
নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলে /
ক্রয়ফেরত / বহি:ফেরত ৫০০ টাকা
নগদান হিসাব   ডেবিট
ক্রয় হিসাব  ক্রেডিট
 চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে
ক্রয় হিসাব    ডেবিট
ব্যাংক হিসাব   ক্রেডিট
 ধারে পণ্য ক্রয় / বাকীতে পণ্য ক্রয় করা হল
ক্রয় হিসাব      ডেবিট
পাওনাদার হিসাব   ক্রেডিট
ধারে ক্রয়কৃত পণ্য / বাকীতে ক্রয়কৃত পণ্য
ফেরত দেয়া হলে / ক্রয়ফেরত / বহি:ফেরত
৫০০ টাকা
বিবিধ পাওনাদার হিসাব   ডেবিট
ক্রয় হিসাব     ক্রেডিট
নগদে মনিহারী ক্রয় করা হলে
মনিহারী হিসাব    ডেবিট
নগদান হিসাব      ক্রেডিট
পণ্য বিক্রয় করা হলো / পণ্য নগদে বিক্রয় করা
হলো / পণ্য বিক্রয়
নগদান হিসাব     ডেবিট
বিক্রয় হিসাব      ক্রেডিট

 নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে /
বিক্রয়ফেরত
আন্ত:ফেরত   ডেবিট
নগদান হিসাব    ক্রেডিট
চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে 
নগদান হিসাব   ডেবিট
বিক্রয় হিসাব       ক্রেডিট


 ধারে পণ্য বিক্রয় / বাকীতে পণ্য বিক্রয় করা
হল
দেনাদার হিসাব   ডেবিট
বিক্রয় হিসাব      ক্রেডিট

 ধারে / বাকীতে বিক্রয়কৃত পণ্য ফেরত
আসলে / বিক্রয়ফেরত
বিক্রয় ফেরত / আন্ত:ফেরত হিসাব      ডেবিট
বিবিধ দেনাদার হিসাব      ক্রেডিট
             
মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে
উত্তোলন করলে -
উত্তোলন হিসাব    ডেবিট
ব্যাংক হিসাব      ক্রেডিট

অনাদায়ী হয়ে গেল / কুঋণ হলে
অনাদায়ী দেনা হিসাব    ডেবিট
দেনাদার  হিসাব        ক্রেডিট
বাট্টা পাওয়া গেল
পাওনাদার হিসাব   ডেবিট
প্রাপ্ত বাট্টা হিসাব    ক্রেডিট
পুরাতন আসবাবপত্র বিক্রয়
নগদান হিসাব         ডেবিট
আসবাবপত্র হিসাব      ক্রেডিট
আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো
অবচয় হিসাব        ডেবিট
আসবাবপত্র হিসাব     ক্রেডিট
কোন ব্যাংকে চলতি হিসাব
খোলা হলে
ব্যাংক  হিসাব      ডেবিট
নগদান হিসাব     ক্রেডিট

কমিশন পাওয়া গেলে
নগদান হিসাব           ডেবিট
প্রাপ্ত কমিশন হিসাব       ক্রেডিট
বিনিয়োগের সুদ পাওয়া গেল
নগদান হিসাব        ডেবিট
সুদ আয় হিসাব      ক্রেডিট
বিনিয়োগের সুদ অর্জিত হয়েছে
প্রাপ্য সুদ হিসাব      ডেবিট
সুদ আয় হিসাব      ক্রেডিট
ঋণের সুদ দেয়া হল
সুদ খরচ হিসাব   ডেবিট
নগদান হিসাব    ক্রেডিট
ঋণের সুদ বকেয়া রয়েছে
সুদ খরচ হিসাব         ডেবিট
প্রদেয় সুদ / বকেয়া সুদ হিসাব     ক্রেডিট
ইজারা সম্পত্তির অবলোপন / সুনামের
অবলোপন ইত্যাদি।
অবলোপন হিসাব     ডেবিট
সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব      ক্রেডিট
ব্যাংক হতে ঋণ নেওয়া হলে
নগদান হিসাব       ডেবিট
ব্যাংক ঋণ হিসাব      ক্রেডিট

(সমাপ্ত)

২৫টি মন্তব্য:

  1. ঋন নেয়া হল ৫০০০ টাকা। জাবেদা কি হবে? (এখানে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নাম নেই)

    উত্তরমুছুন
  2. বেতন হিসাব ডেবিট
    ব্যাংক হিসাব ক্রেডিট

    উত্তরমুছুন
  3. ভাড়া বকেয়া আছে জাবেদ কী হবে

    উত্তরমুছুন
  4. ক্রয়কৃত পণ্য আনয়নের খরচ প্রদান এর সাধারণ জাবেদা কি হবে?

    উত্তরমুছুন
  5. নিজস্ব তহবিল হতে ৫০০ টাকা বেতন প্রদান

    উত্তরমুছুন
  6. কর্মচারীর বেতন প্রদান জাবেদা কি ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বেতন হিসাব ডেবিট
      নগদান হিসাব ক্রেডিট

      মুছুন
    2. আন্তঃফেরত ৫০০টাকা ডেবিট ও ক্রেডিট কী হবে?

      মুছুন
  7. ভাড়া দেওয়া হল ৯০০০ টাকা,যার ১/৩ অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য। জাবেদা কি হবে?

    উত্তরমুছুন
  8. মেরামত খরচ পরিশোধ জাবেদা কি ?

    উত্তরমুছুন