বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা

 বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা


hsc হিসাব বিজ্ঞানে বেতন ও মজুরি সংক্রান্ত অংক রয়েছে যা ছাত্র-ছাত্রীদের করতে হয়। যদিও তুলনামূলক বেতন ও মজুরির অংক একটু সহজ। অংকের সমাধান করতে হলে বেতন ও মজুরির উভয় অংকের ক্ষেত্রে উপার্জনসমূহ ও কর্তনসমূহ কি কি তা জানতে হয়। তারপর উপার্জন ও কর্তন বিয়োগ করলে অথবা, উপার্জনসমূহ হতে কর্তনসমূহ বাদ দিলে নীট বেতন কিংবা নীট মজুরি নির্নয় করা হয় যা প্রায় বোর্ড প্রশ্নে বেতন ও মজুরি অংক থাকে এবং নীট মজুরি কিংবা নীট বেতন নির্নয় করতে বলে।
তাছাড়াও বেতন কিংবা মজুরি সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা লিখতে বলে তাই শেখা প্রয়োজন নইলে প্রশ্নের পূর্নাঙ্গ উত্তর দেয়া সম্ভব হয় না। Click Here

উল্লেখ্য যে, বেতন কিংবা মজুরি অংকের জাবেদা যে কোন একটি শিখলে দুটির শেখা হয়ে যায়। কারন জাবেদাগুলোতে বেতনের জায়গায় মজুরি কিংবা মজুরির জায়গায় বেতন লিখলেই হয়ে যায়।
 তাই নিম্নে বেতনসংক্রান্ত জাবেদা দেখানো হলোঃ

 (১) বেতন অনুমোদন করা হলে - 

বেতন হিসাব                       ডেবিট 
     প্রদেয় বেতন হিসাব       ক্রেডিট
(বিঃদ্রঃ ১ নং জাবেদায় অংকে মোট উপার্জনের টাকা যত আছে ততই হবে)

 (২) ভাউচার প্রস্তুত করা হলে -

  প্রদেয় বেতন হিসাব   ডেবিট
        ভাউচার হিসাব   ক্রেডিট
        কর্তসনমূহকে      ক্রডিট
(বিঃদ্রঃ ২ নং জাবেদায় ১ নং জাবেদার ন্যয় মোট উপার্জনের টাকা ডেবিট এবং ভাউচার হিসাবে ক্রেডিট হবে (মোট উপার্জন বিয়োগ মোট কর্তন) এর টাকা এবং অংকে যত কর্তন আছে সব কর্তন ক্রমানুসারে আনতে হবে তাদের টাকাগুলো ক্রেডিটে লিখতে হবে)

(৩) নীট বেতন প্রদান করা হলে -

প্রদেয় ভাউচার         ডেবিট
    নগদ/ব্যাংক          ক্রেডিট
(বিঃদ্রঃ ৩ নং জাবেদায় ২ নং জাবেদার ভাউচার হিসাবের টাকা আনতে হবে কিংবা নীট বেতনের টাকা আনতে হবে)

(৪) প্রভিডেন্ট ফান্ডের জন্য -

প্রদেয় প্রভিডেন্ট ফান্ডের হিসাব    ডেবিট
      প্রভিডেন্ট ফান্ডের হিসাব       ক্রেডিট
(বিঃদ্রঃ ৪ নং জাবেদায় কর্তনসমূহের অন্তভূক্ত 
 প্রভিডেন্ট ফান্ডের টাকা আনতে হবে)


শেষকথাঃ আমরা প্রায় সময় অংক করি কিংবা বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা লিখি কিন্তু কোন  জাবেদায় কত টাকা হবে এটা নিয়ে তালগোল পাকিয়ে ফেলি তাই সর্তক থাকতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন