আজ শনিবার,৩০জানুয়ারি/২০২১ইং।
HSC অটো পাশ
করোনা মহামারির কারনে পরীক্ষা গ্রহণ ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে।
আটো পাস |
অটোপাশে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। যা গতবারের চেয়ে ১১৪৫২১ জন বেশি।
HSC ও সমমান পরীক্ষায় এ বছর শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। পরীক্ষা না হওয়ায় এবছর পাসের হার শতভাগ।
ফলাফল নির্ধারনের নিয়মঃ
অষ্টম শ্রেনীর সমাপনী পরীক্ষা ফলাফল এবং SSC ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে।
অটো পাশের রেজাল্ট সহজে দেখতেঃ
বরাবরের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে SMS করে HSC ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।
মোবাইলে ফলাফল জানতেঃ
মোবাইল থেকে SMS অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেমনঃ (HSC DHA 123456 2020) send 16222
ফিরতি SMS এ HSC ফল পাওয়া যাবে।
ওয়েবসাইটে ফলাফল জানতেঃ
www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে ফলাফল জানতে ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সর্বমোট ৬ টি অপশন থাকবে তারমধ্যে প্রথম ২টি অপশন অটো সিলেক্ট করা থাকবে যা নতুন করে সিলেক্ট করতে হবে না। পরের অপশনে বোর্ড নির্ধারন করে রোল এবং রেজিস্টেশন নম্বর লিখে caption পুরন করতে হবে। ভয় পাওয়ার কোন কারন নেই কারন শেষ অপশনটি পুরনের জন্য বাম দিকে নমুনা থাকবে সেই অনুযায়ী পুরন করতে হবে।
মন্তব্যঃ
যদি কোন শিক্ষাথীর নিজের ফলাফলে দ্বিমত থাকে তাহলে ‘রিভিউ’ চাওয়ার সুযোগ রয়েছে।
আর কারিগরি বোর্ডের এইচএসসির ফল পেতে HSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
উল্লেখ্য এই রেজাল্টে কেউ অবমূল্যায়ন কিংবা হেয় করবেন না কারন প্রথমত এই রেজাল্টটি কেউ ইচ্ছে করে প্রকাশ করে নাই। এটা মানতে হবে যে, আমাদের পরিবেশ ও পরিস্তিতি বাধ্য করেছে। নইলে আইন সংশোধনের প্রয়োজন হয়তো ছিলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন