অংশিদারি ব্যবসায় বেতন ডেবিট করার পর

অংশিদারি ব্যবসায়ে বেতন ডেবিট করার পর নীট লাভ থাকলেে কোথায় দেখাবেন আর কোথায় দেখাবেন না?

আমরা একটু ভুলের জন্য অংকটা ভূল করে থাকি
বেতন ডেবিট করার পর যদি নীট লাভ দেয়া থাকে তাহলে
(লাভ-লোকসান হিসাব) করার সময় বেতন হিসাব আর
ডেবিট করবো না কারন প্রশ্নে বলে দিয়েছে ডেবিট করা
হয়েছে।

যদি আবার ডেবিট করি তাহলে ডাবল ডেবিট হবে আর
ডাবল ডেবিট হলে অংক ভূল হবে।

আবার, লাভ-লোকসান হিসাবে বেতন হিসাব ডেবিট
করবো না জন্যে আংশিদারদের মুলধন হিসাবে ডান
পাশে বেতন হিসাব আনবো না এমনটা কিন্তু নয়। যদি
বেতন হিসাব না আনি তাহলে অংক ভূল হবে।

তারমানে, লাভ-লোকসান হিসাবে বেতন হিসাব আসবে
না,
অংশিদারদের মূলধন হিসাবে বেতন হিসাব আসবে।

উপরিউক্ত নিয়ম মেনে চললে আংশিদারি ব্যবসায়ের অংক (সমন্বয়ঃ বেতন ডেবিট করার পর) ছাত্র-ছাত্রী নির্ভুলে অংক করতে পারবে। বেতন ডেবিট করার পর সমন্বয় উল্লেখ থাকলে সহজেই বুঝে অংক করা সম্ভব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন