হিসাব বিজ্ঞানের ইতিহাস ও জনক


হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয় তথ্য ঃ

"সৃষ্টি কথা"

হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। মানব সভ্যতা যতদিন থেকে চালু আছে খুব সম্ভবত ততদিন থেকে
হিসাব বিজ্ঞানের ইতিহাস বিস্তারিত।

হিসাববিজ্ঞান বর্তমানে যে গুরুত্বপূর্ণ অবস্থানে এসে দাঁড়িয়েছে তা হঠাৎ করে সৃষ্টি হয়নি।
সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে
দ্বাদশ- ত্রয়োদশ শতাব্দীতে ইতালি কে কেন্দ্র করে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

luca pacioli,raybd

তখনকার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণ চর্চা করত। 
১৪৯৪ সালে লুকাপ্যাসিওলি নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম লিখিত আকারে গ্রন্থ প্রকাশ করে।তিনি একজন ইতালীয় নাগরিক ছিলেন।
লুকাপ্যাসিওলি একজন গণিতশাস্ত্র  বিদ এবং পাদ্রী ছিলেন।

হিসাব বিজ্ঞান কাকে বলে?

বিভিন্ন গুনি ব্যক্তি বিভিন্ন ভাবে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন।

তা থেকে সহজ ভাবে বলা যায় যে,  হিসাব বিজ্ঞান হল একটি শাস্ত্র যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সমূহকে স্বীকৃত নীতি অনুযায়ী বিজ্ঞান সম্মত উপায়ে সুষ্ঠুভাবে  লেনদন লিপিব,, শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত করণের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়কালে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন তৈরি করে এবং এর বিভিন্ন দিক বিশ্লেষণপূর্বক তাৎপর্যপূর্ণ অর্থ প্রদান করে অন্যদিকে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এর সহায়ক ভূমিকা পালন করে।

অল্প কথায় বলা যায় যে, হিসাববিজ্ঞান হচ্ছে লেনদেন লিপিবদ্ধকর,, শ্রেণীবদ্ধকর,, সংক্ষিপ্তকরণের মাধ্যমে আর্থিক ফলাফল প্রকাশ করার প্রক্রিয়া।

বর্তমানে হিসাববিজ্ঞান ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে
আদিমকালে মানুষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিংবা মনগড়া পদ্ধতিতে হিসাব-নিকাশ করে থাকত সেই জন্য হিসাবের কোন সঠিক তথ্য পাওয়া যাইত না কিন্তু বর্তমানে হিসাব বিজ্ঞানের কারণে বা হিসাব বিজ্ঞানের অবদানে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক তথ্য অতি সহজে এবং অল্প সময়ে সঠিকভাবে আর্থিক ফলাফল ব্যবসা প্রতিষ্ঠান জানা যায়। যা হিসাব বিজ্ঞানের আর্শবাদ স্বরুপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন